স্বাগতম জেলা পরিষদ, মৌলভীবাজার। টেলিফোন নং ০২-৪১১১০১৮১ প্রধান নির্বাহী কর্মকর্তা অফিস : ০২-৪১১১০১৮০ জেলা পরিষদের ই-মেইল : zpmlv@yahoo.com
সমাজ সেবামূলক কার্যক্রম

ছাত্র বৃত্তি কার্যক্রম

জেলা পরিষদ, মৌলভীবাজার হতে প্রতি বছর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য হতে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রী যারা এস.এস.সি ও এইচ.এস.সি এ প্লাস প্রাপ্তদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করে থাকে।

অর্থ বৎসর         অনুদানের পরিমাণ          ছাত্র/ছাত্রীর সংখ্যা

২০০৮-০৯        ২,২৯,০০০/-                    ৬৫ জন

২০০৯-১০         ৩,৪৮,০০০/-                  ১৮৪ জন

২০১০-১১          ৪,১০,২৫০/-                   ২৩২ জন

২০১১-১২          ৪,৫৯,০০০/-                  ৩১৪ জন

২০১২-১৩         ৬,৯৩,০০০/-                 ২৭০ জন

২০১৩-১৪         ৬,১৯,৫০০/-                ৩৩৮ জন

 

অনুদান বিতরণ কার্যক্রম

ক্রীড়া, সংস্কৃতি, ধর্মীয় ও কল্যাণমূলক খাতে অনুদান –

অর্থ বৎসর         অনুদানের পরিমাণ          উপকারভোগী ব্যাক্তি        উপকারভোগী প্রতিষ্ঠান

২০০৮-০৯          ৩,১৪,০০০/-                    ৩০                                 ৮

২০০৯-১০           ৩,৭৬,০০০/-                    ৪৪                                 ২৫

২০১০-১১            ৪,৬৬,০০০/-                   ৪১                                 ৩৭

২০১১-১২           ৮,৭০,০০০/-                    ৮২                                 ৯২

২০১২-১৩           ১৩,৮০,০০০/-                ১১১                                ৭৫

২০১৩-১৪          ১১,৭০,০০০/-                   ৯৩                                 ৯৫

যোদ্ধাহত মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে প্রদত্ত অনুদান –

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। জেলা পরিষদ, মৌলভীবাজার অত্র জেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে এককালীন অনুদান প্রদানের কার্যক্রম গ্রহন করেছে।

অর্থ বৎসর         অনুদানের পরিমান          অনুদান প্রাপ্ত মুক্তিযোদ্ধা / মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে অনুদান

২০০৯-১০            ১,০০,০০০/-                  ১৪ জন

২০১০-১১            ২,০০,০০০/-                   ২০ জন

২০১১-১২            ২,০০,০০০/-                   ৩৮ জন

২০১২-১৩           ৫,০০,০০০/-                   ৯৮ জন

২০১৩-১৪           ৬,০০,০০০/-                  ১২০ জন

মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অনুদান ছাড়াও বর্তমান অর্থ বছর হতে মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার এর সাথে আলোচনাক্রমে মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ১ম পর্যায়ে ৬৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার শহীদ, মৃত এবং বাকি সকল মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

 

কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম-

জেলা পরিষদ, মৌলভীবাজার অত্র জেলার এস.এস.সি উত্তীর্ণ বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের কার্যক্রম গ্রহন করে। ২০১০-১১ অর্থ বৎসর হতে এ কার্যক্রম চলমান।

অর্থ বৎসর         প্রশিক্ষিত ছাত্র – ছাত্রীর সংখ্যা

২০১০-১১           ৮০ জন

২০১১-১২           ১৬০ জন

২০১২-১৩          ১৬০ জন

২০১৩-১৪          ১৮৫ জন

 

সেলাই প্রশিক্ষণ কার্যক্রম-

জেলা পরিষদ, মৌলভীবাজার অত্র জেলার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণের কার্যক্রম গ্রহন করে। উক্ত কার্যক্রমে জেলার অস্বচ্ছল নারীদের কর্মসংস্থানের জন্য উল্লেখযোগ্য অবদান রাখছে। ২০১১-১২ অর্থ বৎসর হতে এ কার্যক্রম চলমান।

অর্থ বৎসর         প্রশিক্ষিত ছাত্র – ছাত্রীর সংখ্যা

২০১১-১২           ২৫ জন

২০১২-১৩          ৬০ জন

২০১৩-১৪          ১২১ জন

 

সেলাই মেশিন বিতরন-

জেলা পরিষদ, মৌলভীবাজার অত্র জেলার প্রশিক্ষিত, অবহেলিত ও দারিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক সেলাই মেশিন বিতরণ করে। যা তাদের কর্মসংস্থানের পথ সুগম করছে। প্রতি বছর রাজস্ব তহবিলের দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ খাত হতে এ ব্যয় নির্বাহ করা হয়। প্রতি বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত, যুব উন্নয়ন ও অত্র পরিষদ হতে সেলাই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অর্থ বৎসর         প্রশিক্ষিত ছাত্র – ছাত্রীর সংখ্যা

২০১০-১১           ৩৫ জন

২০১১-১২           ৫০ জন

২০১২-১৩          ৭০ জন

২০১৩-১৪          ১০০ জন

 

ত্রাণ বিতরণ কার্যক্রম –

জেলা পরিষদ কার্যালয় হতে বিগত ২ অর্থ বৎসর ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থ বৎসরে মৌলভীবাজার জেলার শীতার্ত জনগোষ্টি বিশেষ করে চা শ্রমিকদের মধ্যে শীতকালে কম্বল বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে, বিগত অর্থ বৎসরে জেলা পরিষদ তার নিজস্ব তহবিল হতে ১,৪০০ কম্বল এবং মাননীয় প্রশাসক মহোদয়ের লিখিত আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল হতে ৫,০০০ (পাঁচ হাজার) কম্বল প্রদান করেন। যা সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান এর সহযোগীতায় শীতার্ত জনগোষ্টির মধ্যে বিতরণ করা হয়।